সর্বশেষ লেখাসমূহ:
অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার-১৪২৪ পাচ্ছেন যারা

অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার-১৪২৪ পাচ্ছেন যারা

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:
ঘোষণা করা হয়েছে ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার-১৪২৪’। শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বাংলা বর্ষে দেয়া হয় এই পুরস্কার। এ বছর পুরস্কার পাচ্ছেন দশজন সাহিত্যিক। গতকাল উনিশ ডিসেম্বর ২০১৮ বুধবার বাংলাদেশ শিশু একাডেমীর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা ঘোষণা করা হয়।
শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন।

‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার-১৪২৪’ পাচ্ছেন আহমেদ সাব্বির ও সোহেল মল্লিক (কবিতা, ছড়া ও গানে যৌথভাবে), নিলয় নন্দী (গল্প, উপন্যাস ও রূপকথা), মনি হায়দার ও শিবকান্তি দাশ (জীবনী প্রবন্ধ: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ অথবা অন্যান্য বিষয়ে যৌথভাবে), মিন্টু হোসেন (স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি), সামিন ইয়াসার (অনুবাদ ও ভ্রমণকাহিনি), মোস্তফা হোসেইন ও মোহাম্মদ মারুফ (নাটকে যৌথভাবে) এবং মামুন হোসাইন (অলংকরণ)।

সর্বমোট পঠিত: 250

সর্বশেষ সম্পাদনা: ডিসেম্বর ২০, ২০১৮ at ৭:১৮ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭