তুষারধারা ডেস্ক:
গতকাল ২রা সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার নারায়ণগঞ্জের মিজমিজি পাইনাদি ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমানের চেম্বারে বাদ আছর আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের ১৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা মোঃ আল আশরাফ বিন্দু। পঠিত লেখার উপর আলোচনা করেন লেখক ও সম্পাদক আমিনুল ইসলাম মামুন। সঞ্চালনায় ছিলেন লেখক মোঃ নুর ইসলাম বাদল। সভায় সভাপতিত্ব করেন ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আগত কবি ও ছড়াকারবৃন্দ স্বরচিত লেখা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। যারা লেখা পাঠ করেন তারা হলেন কবি আল আশরাফ বিন্দু, কবি মুজিবুল হক বাদল, কবি আবুল কাশেম, লেখক ও সম্পাদক আমিনুল ইসলাম মামুন, ছড়াকার চান মিয়া চান্দু, ছড়াকার মোস্তফা কামাল সোহাগ, কবি কাব্য টুটুল, কবি নাজমুল ইসলাম খাঁন, কবি মামুন বাবুল, কবি ফরিদ আহমেদ হৃদয়, কবি ইয়াকুব কামাল ও কবি নুর ইসলাম বাদল।
স্বরচিত গান পরিবেশন করেন গীতিকার সুরকার ও শিল্পী নুর ইসলাম বাদল।
অনুষ্ঠানের সভাপতি ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমান সবার সুস্থতা কামনা করে বক্তব্য প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ আছর আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠিত হবে জানিয়ে সবাইকে বিদায় দেন।
আরও পড়ুতে ক্লিক করুন
নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন
সৃজনশীল সাহিত্যঘরের ১৮তম সাহিত্য অনুশীলন
কবিতার টানে কবিতার প্রাণে পরিষদের ঈদ পূণর্মিলনি ও মোড়ক উন্মোচন
ভিডিও দেখতে ক্লিক করুন