সর্বশেষ লেখাসমূহ:
আমার বাবা-মা  ।।  কানিজ ফাতেমা দীনা

আমার বাবা-মা  ।।  কানিজ ফাতেমা দীনা

Print Friendly, PDF & Email

বাবা, তোমার চোখের আদর-

মা, তোমার স্নেহের চাদর-

বর্ষা শীতে আনে আমার

সুখের বসন্ত

তোমারা আমার জীবন রেখার

কালের অনন্ত।

 

বাবা-

যখন তুমি ডাকো

মা-

যখন কাছে থাকো

অশ্রু আমার যায় মিলিয়ে

দুটি চোখের মাঝে

আমার-

শূন্য আকাশ নতুন বেশে

নতুন করে সাজে।

 

আমার-

অবাক হওয়া নয়ন জোড়া

শুধুই চেয়ে থাকে

মায়ের মুখের শত রেখায়

দুঃখ বাঁকেবাঁকে।

 

আমার-

চিন্তাগুলো যায় থমকে

হাজার প্রশ্ন-ভিড়ে

বাবা কেমন কোমল হেসে

থাকে আমায় ঘিরে।

 

আমি-

অবাক চোখে অবোধ মাথায়

ভাবি নির্বাক স্বরে!

বাবা তোমার-

কষ্টগুলো কেমন করে

মায়ের চোখের

বারি হয়ে ঝরে!

মা তোমার-

দুঃখগুলো কেমন করে

বাবার সকল

নীরবতায় ঘুরে!

 

মা, আমি তোমার পায়ের কাছের

এক-  

তুচ্ছ পিপীলিকা

আঙুল ছুঁয়েই কাটিয়ে দিও

আমার-

সকল কুহেলিকা।

 

বাবা, আমি তোমার পায়ের কাছের

জীর্ণ একটি লতা

চোখের স্নেহে ভাসিয়ে দিও

আমার-

সকল অসাড়তা।

 

দিনের শেষে পথের ধারে

আমি-

যেন রুগ্ন পথিক

তোমার থাক ছায়ার মতো

বটগাছেরও অধিক।

সর্বমোট পঠিত: 392

সর্বশেষ সম্পাদনা: মার্চ ২২, ২০২৩ at ১১:৫১ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭