সর্বশেষ লেখাসমূহ:
ইউএনও খালেদা খাতুনকে নিবেদিত ছড়া : কে দিবে তার বিদায় গোসল

ইউএনও খালেদা খাতুনকে নিবেদিত ছড়া : কে দিবে তার বিদায় গোসল

Print Friendly, PDF & Email

আমিনুল ইসলাম মামুন

করোনাটা প্রাণ নিয়েছে রেখার

কেউ নাই তার লাশখানাকে দেখার।

কে দিবে তার বিদায় গোসল 

ভয়ে সবাই দূরে

ঘরের কোলে সোলায়মানে

কাঁদছে করুণ সুরে।

দুপুর বেলায় জীবন সাথি

ঘুমিয়ে গেছে তার

চাইলেও সে জাগবে না রে

এই ভুবনে আর!

গোসল ছাড়া কেমনে বিদায়

ভাবছে মনে তাই

কাছের মানুষ কতোই ছিল

এখন তো কেউ নাই! 

খবর পেয়ে ইউএনও

এলেন ছুটে রাতে

পারিবারিক কাজ রেখে সব

যা ছিল তার হাতে।

দূরে রেখে নিজ পদবী

গোসল করান লাশের

অবাক সবাই রেখার বাড়ির

এবং আশেপাশের।

সবাই জানে ইউএনওর

নাম খালেদা খাতুন

মানবতার কল্যাণে চাই

হাজার বছর বাঁচুন।

আরও পড়ুতে ক্লিক করুন
বাংলা সাহিত্য লেখক অভিধান

নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন

সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১-এর জন্য পাণ্ডুলিপি আহবান

ভিডিও দেখতে ক্লিক করুন

আমিনুল ইসলাম মামুন-এর ছড়ায় ইউএনও খালেদা খাতুন যিনি ভয়ে কেউ না আসায় করোনায় মৃত মহিলার লাশ গোসল করালেন

সর্বমোট পঠিত: 304

সর্বশেষ সম্পাদনা: জুলাই ১৭, ২০২১ at ৯:১৭ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭