সর্বশেষ লেখাসমূহ:
একুশে বইমেলায় তাহিয়ানের যত মজার কাণ্ড

একুশে বইমেলায় তাহিয়ানের যত মজার কাণ্ড

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:
ছোট্ট বন্ধুরা, তোমাদের মতই এক ছোট্টবন্ধু, নাম তাহিয়ান। টেবিলে রাখা চকমকে ঝকমকে পয়সা দেখে ওর বেশ লোভ হলো। মামা বাড়িতে গিয়ে দারুণ এক এডভেঞ্চার হলো তাহিয়ানের। ডায়াপার পরা তাহিয়ানের মোটেও পছন্দ নয়, কিন্তু কি করা, বাধ্য হয়েই পরতে হয়। বিয়ে বাড়িতে খেতে বসে তাহিয়ানের চোখ দুটো ছানাবড়া। একবার মামার পেটের দিকে আরেকবার প্লেটের দিকে তাকায়, আরে এতো খাবার জায়গা হচ্ছে কোথায়!

এ রকমই চারটি মজার গল্প নিয়ে সাজানো হয়েছে সারমিন ইসলাম রত্না’র ‘তাহিয়ানের যত মজার কাণ্ড’। বইটি প্রকাশ করেছে ‘সাতভাই চম্পা প্রকাশনী’। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সোহেল আশরাফ। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। তবে বইমেলা উপলক্ষে আকর্ষণীয় ছাড় তো থাকছেই।

সর্বমোট পঠিত: 390

সর্বশেষ সম্পাদনা: জানুয়ারি ২৪, ২০১৯ at ৪:০৮ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭