মাতৃভাষা সংবাদ সংস্থা (মাসস)
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সবার সাথে এগিয়ে যাচ্ছেন সাহিত্যিকরাও; কাগজের পরিবর্তে লিখতে শুরু করেছেন সরাসরি কম্পিউটারে। প্রযুক্তির এমন ব্যবহারের ফলে আমরা হয়তো একসময় দেখতে পাবো না কোন কবি-সাহিত্যিকের হাতের লেখা কেমন ছিল।
গত ১০ আগস্ট ২০১৬ ঢাকার সিদ্ধেশ্বরীস্থ সেঞ্চুরি আর্কেডের দ্বিতীয় তলায় প্রিয়মুখ, প্রতিভা প্রকাশ, সপ্তডিঙ্গা ও তুষারধারা’র সম্মিলিত প্রচেষ্টায় লিটল ম্যাগাজিন একাডেমি’র ব্যানারে অনুষ্ঠিত হলো কবি ও ছড়াকারদের স্বহস্তে লেখা কবিতা ও ছড়ার প্রদর্শনী। আরো ছিল প্রিয়মুখ-এর ৫ম জন্মদিন উদযাপন, দেশী-বিদেশী লিটল ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকার প্রদর্শনী এবং সাহিত্য বিষয়ক লিটল ম্যাগাজিন তুষারধারা’র চলতি সংখ্যার মোড়ক উন্মোচনী পর্ব। পাশাপাশি চলে বিভিন্ন লেখকের বইয়ের প্রদর্শনীও। সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে আগত অনেক কবি-ছড়াকার বলেন, অনেকদিন পর কাগজে লিখলাম। প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় একশত কবি ও ছড়াকারের কাবতা ও ছড়া।
বাংলাদেশী এবং বিদেশী যে সকল কবি ও ছড়াকারের স্বহস্তে লেখা স্বরচিত কবিতা ও ছড়া প্রদর্শিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন আমীরুল ইসলাম, আনজীর লিটন, আবদুল হাই সিদ্দিক, জগলুল হায়দার, আতিক হেলাল, মঈন মুরসালিন, আহমেদ ফারুক, নাফে নজরুল, মালেক মাহমুদ,
ফকির ইলিয়াস, হাসান রাউফুন, ইমরান পরশ, নাসিরুদ্দীন তুসী, রাজীব কিষান, আমিনুল ইসলাম মামুন, কামাল হোসাইন, মামুন সারওয়ার, রহিমা আক্তার মৌ, ইউসুফ কবিয়াল, উজ্জল চৌধুরী, মোকাদ্দেস-এ-রাব্বী, নাসিমা বানু, সুব্রত রায়, চঞ্চল রায়, মাইদুর রহমান রুবেল, বদরুল আলম,
এম এস রানা, হামিদ কায়সার, আহাদ আলী মোলøা, এ. এ. লিমা, নুরুল ইসলাম বাবুল, ডা. শাফিনা শারমিন, মনিজা রহমান, রুনু সিদ্দিক, ইদ্রিস রিয়াদ, তাহমিদ আবরার, লুৎফুর রহমান, জায়েদ হোসাইন লাকী, হাবিবুল ইসলাম রুবেল, রুনা তাসমিনা, দীপালী ভট্টাচার্য, মারিয়া সুলতানা পুতুল,
অমিত গোস্বামী, অঙ্কিকা দাস, মো: রাছেল মৃধা, মীর রনি, রাফিয়া আহমেদ, আকিব শিকদার, ইকবাল রাশেদীন, পুষ্পিতা চট্টোপাধ্যায়, নাছির বিন ইব্রাহীম, মেয়র বংশীরাজ, লিনা বিশ্বাস, মাহবুব এলাহী, মো: হারুন অর রশিদ, জাকির হোসেন শ্রাবণ, ইফতেখার শিবলী, জাহিদ কাজী, বীনা আক্তার, ইসমত আরা ইভা, তারাপদ সাইজি, জিশনি পাটোয়ারীসহ অনেকে।