তুষারধারা ডেস্ক:
মুক্তিযোদ্ধা ও বরেণ্য ছড়াকার রশীদ সিনহা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ এপ্রিল ২০২১ ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
ছড়াকার রশীদ সিনহার মৃত্যুতে ছড়ার অঙ্গনে তাঁর পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ছড়াকার রশীদ সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। স্মৃতিচারণমূলক লেখায় বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন ছড়াকার রশীদ সিনহার উদ্দেশ্যে লেখেন, আপনার অনন্তযাত্রা শান্তিময় হোক।
বাংলা সাহিত্য কেন্দ্র’র সভাপতি আমিনুল ইসলাম মামুন স্বাক্ষরিত এক শোক বার্তায় সংগঠনটি জানায়, রশীদ সিনহার মৃত্যুতে বাংলা ছড়াসাহিত্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারাল। তাঁর লেখা ছড়াগুলো আমাদের ছড়াসাহিত্যে অমূল্য সম্পদ হয়ে থাকবে।
আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।