মো. আবু মুসা
বসে থাক যদি কভু
স্মৃতির জানালা খুলে
দেখে যেও এই আমাকে
স্মৃতির চোখটি মেলে৷
থাকবো তোমার হৃদয় মাঝে
যদিও না থাকি অস্তিত্ব জুড়ে
ভাবনাতেও খুঁজে নিও এই আমাকে
মৌনতায় ডুবে থাকা কোনো অবসরে৷
খুঁজে নিও আমায় গোধুলির আকাশে
নদীর কিনারে দাঁড়িয়ে থেকে।
খুঁজে পাবে আমায় সন্ধ্যা পেরিয়ে
নিস্তব্ধ কোনো রাতে
ঝিঁঝিঁ পোকাদের ডাকে৷
চাঁদের পাশ দিয়ে ছুটে চলা মেঘে
খুঁজে নিও এই আমায়
শিশির হয়ে ঝরবো আমি,
স্পর্শ পেতে ডাকব তোমায়৷
নোনাজল হয়ে ভালোবাসবো আমি
হারিয়ে যেতে দিও না আমায়
তোমারই দুচোখ থেকে…।