সর্বশেষ লেখাসমূহ:
রবিবার বাংলা একাডেমিতে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান

রবিবার বাংলা একাডেমিতে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান

Print Friendly, PDF & Email

তুষারধারা রিপোর্টঃ
আগামী ২২ জানুয়ারি ২০১৭ রবিবার বিকাল ৪টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ ও মাসিক পত্রিকা- বাংলা আওয়াজ-এর যৌথ উদ্যোগে ঢাকার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার-২০১৭’ ও ‘বাংলা আওয়াজ লেখক সম্মাননা-২০১৭’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকগণ।

এ বছর যারা পুরস্কার ও সম্মাননা পাচ্ছেন তাঁরা হলেন- বিশিষ্ট কবি ও গবেষক ড. আমিনুর রহমান সুলতান, প্রাবন্ধিক ও গবেষক ড. মোহাম্মদ মহিউদ্দিন, প্রবীণ শিক্ষক ও লেখক মিসেস সালেহা আনোয়ার, কিশোর প্রাবন্ধিক ও সঙ্গীত শিল্পী জনাব সাদমান মাহতাব কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠান উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনিস্টিটিউটের সান্মানিক সভাপতি জনাব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং আলোচক হিসেবে থাকবেন নোফেল সম্পাদক কবি ড. আবু হেনা আবদুল আউয়াল।

সর্বমোট পঠিত: 147

সর্বশেষ সম্পাদনা: জানুয়ারি ২০, ২০১৭ at ১২:১০ অপরাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭