তুষারধারা ডেস্ক:
৯ এপ্রিল ২০১৯ লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সাহিত্য উৎসব। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের দুই দশক পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্ব নাট্যসংস্থা আইটিআই-এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী, ফরিদ আহমেদ ভূঁইয়া, কবি সৈয়দ আল ফারুক, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস আর আরমান শাকিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম হুমায়ুন কবির, কবি শাহীন রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার।
আয়োজকগণ জানিয়েছেন, ৯ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। থাকবে বই প্রদর্শনী ও বিক্রয়ের জন্য বুক স্টল।
উল্লেখ্য, এবার লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার পাচ্ছেন কবি মাহমুদ কামাল, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ বিশেষ সম্মাননা পাচ্ছেন লেখক জাহিদুল গণি চৌধুরী, বাংলা আওয়াজ লেখক সম্মাননা পাচ্ছেন লেখক ইয়াসমিন সুলতানা ও কবি আমিনুল ইসলাম মামুন।
জেলার বর্ষসেরা কবি সম্মাননা পাচ্ছেন কবি মো. আবদুল মোতালেব ও কবি হোসেন আহম্মদ জান।