মাতৃভাষা সংবাদ সংস্থা (মাসস)
আগামী ১০ আগস্ট ২০১৬ প্রিয়মুখের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে লিটল ম্যাগাজিন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ-বিদেশের লিটল ম্যাগাজিন ও কবি/ছড়াকারদের নিজ হাতে লেখা কবিতা/ছড়ার প্রদর্শনী। ঢাকার সিদ্ধেশ্বরীস্থ ১২০ আউটার সার্কুলার রোডের সেঞ্চুরি আর্কেডের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০মিনিট পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য দুই কপি লিটল ম্যাগাজিন এবং স্বহস্তে লেখা কবিতা এ-ফোর সাইজের কাগজের একপাশে পূর্ণ ঠিকানাসহ (মোবাইল নাম্বারসহ) লিখে পাঠাতে হবে আগামি ৮ আগস্ট ২০১৬ তারিখের মধ্যে।
অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে প্রিয়মুখ, প্রতিভা প্রকাশ, সপ্তডিঙা ও তুষারধারা।
লিটল ম্যাগাজিন ও লেখা পাঠানোর ঠিকানাঃ
কবি মঈন মুরসালিন, প্রতিভা প্রকাশ, সেঞ্চুরি আর্কেড (২য় তলা), রুম নং-১৪, ১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
মোবাইল : ০১৭১০৩২০৮৬১, ০১৯১১৪৬৬৮৮০