ভয়ের দুয়ার রুদ্ধ করে
বীরের মতো যুদ্ধ করে
আনলো যারা শুদ্ধ করে
মাতৃভাষার মান
গাইলো যারা মরণ-পথের
রক্তঝরার গান
সাধক তারা বাংলা ভাষার
গর্বিত সন্তান।
শত্রুগুলো হায়না ছিলো
ওদের অনেক বায়না ছিলো
এবং ওদের গায় না-ছিলো
মানবতার ঘ্রাণ
বাংলাদেশের তরুণরা তাই
ধরলো বাজি প্রাণ
চৈত্রে ডেকে আনলো তারা
ফলন্ত অঘ্রাণ।