সর্বশেষ লেখাসমূহ:

সন্তান দিবসের ছড়া : ভাষা-সন্তান : আমিনুল ইসলাম সেলিম

Print Friendly, PDF & Email

ভয়ের দুয়ার রুদ্ধ করে
বীরের মতো যুদ্ধ করে
আনলো যারা শুদ্ধ করে
মাতৃভাষার মান
গাইলো যারা মরণ-পথের
রক্তঝরার গান
সাধক তারা বাংলা ভাষার
গর্বিত সন্তান।

শত্রুগুলো হায়না ছিলো
ওদের অনেক বায়না ছিলো
এবং ওদের গায় না-ছিলো
মানবতার ঘ্রাণ
বাংলাদেশের তরুণরা তাই
ধরলো বাজি প্রাণ
চৈত্রে ডেকে আনলো তারা
ফলন্ত অঘ্রাণ।

সর্বমোট পঠিত: 466

সর্বশেষ সম্পাদনা: নভেম্বর ৫, ২০১৮ at ১০:৫৮ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭