সর্বশেষ লেখাসমূহ:
সৃজনশীল সাহিত্যঘরের ১৮তম সাহিত্য অনুশীলন

সৃজনশীল সাহিত্যঘরের ১৮তম সাহিত্য অনুশীলন

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:

গত ২৬শে আগষ্ট ২০২২ রোজ শুক্রবার সকাল দশটায় নারায়ণগঞ্জের পুলিশলাইন টাগারপাড়স্থ মিশরাত হোমিও হেলথ্ কেয়ারে অনুষ্ঠিত হল সৃজনশীল সাহিত্যঘরের ১৮তম সাহিত্য অনুশীলন। উক্ত অনুশীলনে স্বরচিত লেখা পাঠ করেন কবি ও ছড়াকার মোঃ মোজাম্মেল হোসেন, আল আশরাফ বিন্দু, মোঃ আবুল কাশেম, মোঃ নুর ইসলাম বাদল, কবিকোষ সম্পাদক আহমেদ মুনির, মোঃ বশির উদ্দিন, মনির জামান, ইকবাল হোসেন রোমেছ ও লুবনা আক্তার সুমী।

ছড়া পাঠ করেন কবি ও কলামিস্ট কামাল সিদ্দিকী, মোঃ জান্নাতুল ফেরদৌস, ইসরাত রুবাইয়া, সাঈদ দেলোয়ার, তুষারধারা সম্পাদক আমিনুল ইসলাম মামুন, মোঃ আল আমিন বৈরাগী।

গল্প পাঠ করেন সৃজনশীল সাহিত্যঘরের সভাপতি নূরজাহান নীরা।

স্বরচিত গান পরিবেশন করেন মোঃ বশির উদ্দিন ও মোঃ নুর ইসলাম বাদল। বক্তব্য রাখেন সাংবাদিক সাবিনা সিদ্দিকী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আশরাফ বিন্দু। পঠিত লেখার উপর গঠনমূলক আলোচনা করেন কামাল সিদ্দিকী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মনির জামান ও ইকবাল হোসেন রোমেছ।

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

সৃজনশীল সাহিত্যঘরের ১৭তম সাহিত্য অনুশীলন

সৃজনশীল সাহিত্যঘরের ১৬তম সাহিত্য অনুশীলন

ভিডিওদেখতেক্লিককরুন

যে আলোচনা সমালোচনাটি আপনারও শোনা প্রয়োজন

মতিউর রহমান মনির এর ছড়া

কবিতা । নির্মলেন্দু গুণ ।। আবৃত্তি । মিজানুর রহমান সজল

সর্বমোট পঠিত: 208

সর্বশেষ সম্পাদনা: আগস্ট ২৮, ২০২২ at ৩:৫৯ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭