সর্বশেষ লেখাসমূহ:
কেউ  জানে না কিছু

কেউ জানে না কিছু

Print Friendly, PDF & Email

আমিনুল ইসলাম মামুন

 

বন্ধ চাকা খুললো যখন

চেষট্রি দিন পরে

মিছিল যেনো ছুটলো এবার

রইল না কেউ ঘরে।

 

করোনাও ছুটবে

দুর্ভাগ্য জুটবে!

না কি রাতের আঁধার কেটে

ভোরের আলো ফুটবে?

 

কেউ  জানে না কিছু

আমরা সবাই ছুটছি তবে

মরিচিকার পিছু?

 

(ছড়াকার ছড়াটি লিখেছেন ২০২০ সালে দেশ চেষট্রি দিন লকডাউনে থাকার পর যেদিন লকডাউন তুলে নেয়া হল।) 

সর্বমোট পঠিত: 194

সর্বশেষ সম্পাদনা: এপ্রিল ১৭, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭